Home | আন্তর্জাতিক | বগুড়া জেলা বিএনপির জরুরী সভা শুক্র ও শনিবার বগুড়া ও জয়পুরহাট সফরে আসছেন বেগম খালেদা জিয়া

বগুড়া জেলা বিএনপির জরুরী সভা শুক্র ও শনিবার বগুড়া ও জয়পুরহাট সফরে আসছেন বেগম খালেদা জিয়া

শামছুল আলম লিটন, বগুড়া প্রতিনিধি,২০ মার্চ,বিডি টুডে ২৪ ডটকম : বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া  শুক্রবার ও শনিবার বগুড়ায় আসছেন। তিনি শুক্রবার বিকেলে তাঁর গুলশান বাসভবন থেকে সড়ক পথে রওয়ানা দিয়ে রাতে বগুড়া সার্কিট হাউসে অবস্থান করবেন। শনিবার সকালে তিনি জয়পুরহাট যাবেন বলে দলীয় সুত্রে জানা গেছে। চলতি মাসের শুরুতে পুলিশের গুলিতে বগুড়া ও জয়পুরহাটে হতাহতদের পরিবারের খোঁজ খবর নিতে এবং তাদেরকে সহযোগীতা ও সহানুভুতি জানাতেই তাঁর আগমন বলেও দলীয় সুত্রে জানানো হয়। বেগম খালেদা জিয়ার এই সফরকে সম্পুর্ণ সফল ও নিরাপদ রাখার লক্ষ্যে বুধবার দুপুরে বগুড়া জেলা বিএনপি অফিসে দলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমুহের নেতারা ছাড়াও যে সমস্ত এলাকায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে ঐ এলাকার তৃণমুল নেতারা বক্তব্য রাখেন। বক্তব্যে তারা গত ৩ মার্চ বগুড়ায় সংঘটিত ঘটনার এবং পুলিশি নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এছাড়াও বগুড়া সদর, শাজাহানপুর, মোকামতলা, গাবতলী, নন্দীগ্রাম এলাকায় হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে পুলিশ ও পুলিশের সোর্স ক্ষমতাশীন দলের কিছু লোক ও গ্রাম্য টাউট মিলে গ্রামে গঞ্জে যে গ্রেফতার বানিজ্যের দুষ্টচক্র গড়ে তুলেছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। তৃণমুল নেতারা বিএনপি চেয়ারপার্সনকে যেন ঘটনাগুলো জানানো হয় সেই দাবী করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের চলমান গণহত্যার বিরুদ্ধে যথাসময়ে গর্জে ওঠায় তারা বেগম খালেদা জিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। সভায় উপস্থিত দলের বেশকিছু প্রবীন নেতা বলেন, ৭২-৭৫ এর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তৎকালীন রাজনৈতিক অভিভাবক হিসেবে প্রবীন জননেতা  মাওঃ আব্দুল হামিদ খান ভাষানী “খামোশ” বলে গর্জে উঠতেন আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ঠিক সেভাবেই গর্জে উঠেছে। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জেলা বিএনপির প্রেস ব্রিফিং এ  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম জানান,  শনিবার সকাল ১০ টায় বেগম খালেদা জিয়া বগুড়া সদরের মাটিডালীতে পুলিশের গুলিতে হতাহতদের ( বগুড়া সদর, শিবগঞ্জের মোকামতলা) পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করবেন। এখানে তিনি পথসভায় বক্তব্যও রাখবেন। এরপর জয়পুরহাট জেলায় অনুরুপ কর্মসচি পালন শেষে দুপুরে বগুড়া সার্কিট হাউসে ফিরবেন। মধ্যাহ্নভোজ গ্রহন ও  বিশ্রাম শেষে ঢাকায় ফেরার পথে তিনি বগুড়ার শাজাহানপুর ও গাবতলী উপজেলায় হতাহতদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে তিনি তাদের আর্থিক সহযোগীতা ও সহমর্মিতা জ্ঞাপন করবেন।

x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...