বগুড়া ব্যুরো অফিস বিডিটুডে২৪ডট কম:বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগজিন সহ দুই জন্ আটক করে গণধোলাই দিয়ে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মালতিনগর বখসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, শহরের মালতিনগর বখসি বাজার এলাকায় আমিনুল ইসলাম মিলু ও সোহেল নামের দুই জন্ বগুড়া পৌর সভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে মারার জন্য যায়। বিষয়টি টের পেয়ে সিপার ও তার লোকজন ঐ দুই জনকে আটক করে গণধোলাই দিয়ে ডিবি পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।