শামছুল আলম লিটন ব্যুরো চীফ বগুড়া : কাদের মোল্লার রায় কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর ডাকে ৪৮ঘন্টা হরতালে প্রথম দিনে বগুড়ায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে।
বগুড়ায় হরতাল চলাকালে।সকালথেকে শহরের রিক্সা,ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল করছে।দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
অপর দিকে হরতাল চলাকালে সকাল ৭টায় শহরের খান্দার এলাকায় হরতাল সমর্থকরা মিছিল করেছে। সকাল সাড়ে ৭টায় শেরপুর রোডের সিটি স্কুলের সামনে হরতাল সমর্থকরা মিছিল করে রাস্তায় টায়ারে আগুন দেয় এ সময পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড রাবার বুলেট নিপে করে। সকাল পৌনে ৮টায় শহরের কেন্দ্রস্থল সাতমাথায় পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে র¨vব,পুলিশের পাশা পাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে।