ব্রেকিং নিউজ
Home | শিক্ষা | ফৌজিয়া নিহতের ঘটনায়, নোবিপ্রবি’র শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফৌজিয়া নিহতের ঘটনায়, নোবিপ্রবি’র শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালীা প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রী ফৌজিয়া মোসলেম সিলভী নিহতের প্রতিবাদ, অটোরিকশা, পিকআপভ্যান চালককে গ্রেপ্তার ও ৮ দফা দাবীতে সড়ক অবরোধ করেছে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সোনাপুর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় প্রায় ঘন্টা ব্যাপি সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলও এখনো ঘাতকদের সনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। তাই ফৌজিয়া নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রাশাসনের প্রতি আহবান জানান তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন তাদের দাবী মেনে নেওয়ার আশ^াস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বাড়ী থেকে অটোরিকশা যোগে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে সোনাপুর-চরজব্বর সড়কের ঠক্কর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী ছাত্রী ফৌজিয়া মোসলেম সেলভী নিহত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

স্কুলের মালামাল বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার বনতিয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল বিক্রি ...

চুয়েটে তিনদিনব্যাপী পুরকৌশল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ...