স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে আবারও বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অফিস থেকে এ কথা বলা হয়েছে। এ মর্মে লিখিত একটি প্রশ্নের জবাব দেয়া হয় ১০ই সেপ্টেম্বরে। প্রশ্নটি ছিল এরকম বাংলাদেশের অত্যাসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতির ওপর মন্তব্য করুন।
নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা ও সহিংসতা এড়াতে এর পরের পদক্ষেপ কি হবে? এ প্রশ্নের জবাবে বলা হয়, আমরা বার বার বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি।
তাদেরকে বলেছি নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে তাদেরকে একমত হতে ও সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজি হতে। এর পরে কি হবে সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই ঠিক করবে।
তবে যেকোন সমাধানের জন্য প্রয়োজন সহিংসতা এড়িয়ে চলা। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গঠনমূলক আলোচনায় বসতে উৎসাহিত করে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।