মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবীতে পুর্নদিবস কর্মবিরতি পালন করেন। দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার,পৌরকর্মকর্তা কর্মচারী, এ্যাসোসিয়েশন ফুলবাড়ী এর সভাপতি মো. সহিদুল ইসলাম এর নেতৃত্বে গতকাল ১৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী পৌর সভা ভবনের চত্তরে দাবী আদায়ের লক্ষে পুর্নদিবস কর্মবিরতি পালন করেন। কর্মদিবস পালন কালে পৌরকর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, সারাদেশে সরকারী কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রীয় ভাবে সরকারের সবসুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু আমরা মাসের পর মাস চাকুরী করেও বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছিনা । তাই সারাদেশের সব পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারীদের একই অবস্থা। আমরা রুটি রুজির জন্য এই আন্দোলন করছি। সরকারের উচিৎ হবে আমাদের এই দাবি মেনে নিয়ে সকল সুযোগ সুবিধা প্রদান করবে।
কর্মবিরতি পালন কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌসভার সচিব মো. মাহবুবর রহমান, সহ-কারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক পরিতোষ কুমার রায, কোষাধ্যক্ষ শেখ সাহার আলী, সহকারী লাইসেন্স পরিদর্শক হরিচরন সরকার, হিসাব রক্ষক মোছা. জিয়াবুন নেছা, কর আদায়কারী(প্রধান) মো. আঃ রশিদ, কর আদায়কারী মো. আবুল হোসেন, কর আদায়কারী অনিল কুমার সরকার, কর আদায়কারী মো. আজমল হোসেন, সহকারী কর আদায়কারী মোছা. শারমীন আক্তার, কার্য সহকারী মো. গোলাম মওলা, কার্য সহকারী মিলন চন্দ্র রায় ।
পৌরকর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা কর্মচারী পুর্ন দিবস কর্মবিরতি পালন করেন। আয়োজনে ছিলেন পৌরকর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশন ফুলবাড়ী পৌরসভা।
Home | সারা দেশ | ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারি ভাবে প্রদানের দাবীতে পুর্নদিবস কর্মবিরতি
Tagged with: ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারি ভাবে প্রদানের দাবীতে পুর্নদিবস কর্মবিরতি