মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাজারে ফরমালিন মুক্ত মাছের বাজারে সাইনবোর্ড লাগিয়ে শুভ উদ্বোধন। দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাজারে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল সালাম চৌধুরী ও উপজেলা মৎস অফিসার মোছা. মাজনুন্নাহার মায়া মাছের বাজারে আকর্শিক পরিদর্শনে এসে রুই, ইলিশ ও অন্যান্য মাছ ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে দেখে মাছের বাজারে ফরমালিন মুক্ত মাছের বাজার ঘোষনা দিয়ে সাইনবোর্ড লাগিয়ে শুভ উদ্বোধন করেন।
এসময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল সালাম চৌধুরী মাছের ব্যাবসায়ীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.টি.এম.হামীম আশরাফ,কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব এর সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন,উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি মো. হারুন অর রশিদ।