মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নে কবর স্থান পরিষ্কার করা নিয়ে প্রতিপক্ষের মারপিটে স্বামী স্ত্রী আহত। অভিযোগে জানা যায় গতকাল রবিবার সকাল ৮টায় খয়েরবাড়ী ইউপির লালপুর গ্রামের মৃত ইসমাইল হোসেন এর পুত্র মোঃ আবেদ আলী (৩৫) ও তার স্ত্রী মোছাঃ উলিফাতুন (৩০) লালপুর কবরস্থান পরিস্কার করার জন্য কাজ করছিল। এ সময় খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মো আবু তাহের মন্ডল ও তার পুত্র মতিবুল ইসলাম (৩৫) ও শামীম ইসলাম (২৫) কবরস্থানের গাছপালা পরিষ্কার না করার জন্য বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে তর্কবিতর্ক হলে চেয়ারম্যানে আবু তাহের ও তার পুত্র মতিবুল ইসলাম এবং শামীম ইসলাম গাছের ডাল নিয়ে আবেদ আলী ও তার স্ত্রী উলিফাতুন সহ অনেককে বেদম মারপিট করেন বলে অভিযোগ উঠেছে। এতে আবেদ আলী ও তার স্ত্রী উলিফাতুন গুরুতর ভাবে আহত হন। এসময় তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে ইউপি গ্রাম্য পুুলিশ মোঃ মোজাহার আলী সহ তার লোকজন ঘটনাস্থানে ছুটে আসে তাদেরকে তাৎক্ষনিক উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ৯টায় ঐদিনে চিকিৎসার জন্য ভর্তি করান। যাহার বেড নং-০৮, ওয়াডের রেজিষ্টার নং-৬৫৩০, ইমারজেন্সি রেজিষ্টার নং-৩৯৯।
এদিকে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে ফুলবাড়ী থানার এ এস আইস মোঃ শাহআলম ঘটনা স্থানে গিয়ে চেয়ারম্যানের বিপক্ষের লালপুর গ্রামের মোঃ আবুল হোসেন ও মোঃ নজরুল ইসলাম কে থানায় তুলে আনেন।
এ ঘটনায় ইউপি সদস্য মোঃ মকছেদুল ইসলাম এর সাথে গতকাল রবিবার মারামারি ঘটনার বিষয়ে কথা বললে তিনি জানান, উক্ত কবর স্থানটি সরকারি তাই আমি লালপুর গ্রামের গরীব লোকজনদেরকে কবরস্থানের আগাছা পরিস্কার করার জন্য নির্দেশ দেই। সেই নির্দেশ মোতাবেক তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করছিল। যেহেতু কোন পয়সা করি দেয়া হবে না। সে জন্য কবরস্থানের আগাছা পরিষ্কার করে বিক্রি করার কথা বলেন এবং যে টাকা হবে সেই টাকা দিয়ে কবরস্থানে মিলাদ দেয়ার কথা বলি।
অপরদিকে ফুলবাড়ী থানার এ এস আই মোঃ শাহআলম জানান ঘটনা স্থানে গিয়ে লোকজনের মুখে জানতে পারি মারামারি হয়েছে এ কারনে শান্তিবজায় রাখার জন্য দুজনকে তুলে আনা হয়েছে।
খয়ের বাড়ীর ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের এর সাথে ০১৭৩৭৩৬৭৬২৫নং মোবাইলে মারামারি বিষয়ে বারবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন না। মারপিটের ঘটনায় আহত মোঃ আবেদ আলী জানান সুস্থ হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা করব। এ ব্যাপারে আহত আবেদ আলী প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেন।