মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের জলপাইতলী মাছুয়াপাড়া কৃষ্ণমন্দির মাঠে যৌতুক বাল্য বিবাহ্ ও মাদক বিষয়ে এক পথনাটক অনুষ্ঠিত হয়। গত ২৮শে অক্টোবর শনিবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের কৃষ্ণমন্দির মাঠে পার্বতীপুর ও গণিপুর যুব উন্নয়ন এর আয়োজনে এই পথনাটক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলুয়াড়ি ইউপি চেয়ারম্যান মওলানা মোঃ নবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদুল ইসলাম প্রামানিক, জলপাইতলি মাদ্রাসার সুপার মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এলুয়াড়ি ইউপির সদস্য মো. বাবুল আক্তার, ইউপি সদস্য মো. মতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ এর উপজেলা ম্যানেজার জিবিকে আলো প্রকল্পের শাহ্ মো. সাদিয়ার রহমান, সিডি এফ এর মোঃ তানজিদুর রহমান,মোছা. শাহানা পারভিন,মো. মানজার আলী, এলুয়াড়ি ইউপির সিডিএফএর মো. মিজানুর রহমান, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব এর সভাপতি মো. আফজাল হোসেন। সহযোগিতায় ছিলেন, গ্রাম বিকাশ কেন্দ্র,আলো প্রকল্প ও হেকস্,ইপার সুইজাল্যান্ড। পথনাটক অনুষ্ঠানে এলাকার ১ হাজার নারী, পুরুষ ও স্কুল, কলেজ ,মাদ্রাসার ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।