ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “জলাতঙ্ক : অপরকে জানান, জীবন বাচাঁন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক পালন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কার্তিক চন্দ্র রায়, নার্সিং সুপার ভাইজার মোছা. সাহিদা খাতুন, ইপিআই টেকনেশিয়ান মো. সাইফুল ইসলাম, পরিসংখ্যানবিদ প্রকাশ চন্দ্র সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমূখ। সভার পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়।