Home | সারা দেশ | ফুলবাড়ীতে খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয়ের উদ্বোধন

ফুলবাড়ীতে খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয়ের উদ্বোধন

মোঃ আফজাল হেসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয়ের উদ্বোধন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নিবাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা খাদ্য অধিদপ্তরের পরিচালনায় খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মধুসুধন বর্মন, উপ-খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল জলিল, (ওএমএস ডিলার) আব্দুল মজিদ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাব ও ফুলবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দু। ফুলবাড়ী পৌর শহরের তিনটি স্থানে খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয় শুরু হয়। এদিকে তিনটি ডিলারের মাধ্যমে শুক্রবার ব্যতিত প্রত্যেক দিন চাউল বিক্রয় অব্যহত থাকবে। তবে পর্যাপ্ত চাহিদা থাকায় তিনটি ডিলারের মাধ্যমে প্রতিদিন তিন টন চাউল দিয়ে কিছুই হচ্ছে না। এদিকে ওএমএস এর ডিলারেরা বরাদ বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
সংবাদের সাতে ছবি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কমলাপুরে আজও ঘরমুখো যাত্রীদের ভিড়

শনিবার সারাদেশে পালিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ...

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের ...