ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাতে এক সাবেক সেনা সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদ গত রোববার তার ক্রয়কৃত জমিতে সেচ দিতে গেলে পূর্ব উদাখালী গ্রামের মৃত আবেদ আলীর পুত্র আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, আল মামুন টুকু, এমরান আলীসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় সাবেক এ সেনা সদস্যের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে দেয়।