স্টাফ রিপোর্টার : ফুটপাত দখলমুক্ত করতে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও নিরাপদ সড়ক চাই আয়োজিত এক অনুষ্ঠানে আজ শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ফুটপাত পথচারীদের জন্য। কিন্তু পুলিশের একার পক্ষে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব নয়। আপনাদের কাছে আমার পরামর্শ, আপনারা হাইকোর্ট থেকে রায় নিয়ে আসেন। পুলিশ এক দিনে ফুটপাত পরিষ্কার করে দেবে। এটা এক দিনের কাজ।’
ফুটপাত দখলমুক্ত করতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ সবার উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেছেন।
এ দিকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, জনসাধারণকে ফুট ওভারব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু ফুটপাতের অবৈধ দখলদারদের কারণে অনেকে ফুট ওভারব্রিজে ওঠার সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারছে না। তবে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মো. শাহাবুদ্দিন বলেছেন, সড়ক দুর্ঘটনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশ। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কোথাও না কোথাও প্রাণহানি ঘটছে, কোথাও মানুষ পঙ্গুত্ব বরণ করছে। যেকোনো মূল্যে সড়ক দুর্ঘটনা রোধ করা প্রয়োজন।