ইন্টারন্যাশনাল ডেস্ক: দেশটির বিমানবাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, বিমানটি রানওয়েতে নামতে ব্যর্থ হয়। তখন পাশের একটি গ্রামে ধসে পড়ে। সেনাবাহিনীর পক্ষ থেকে ৪২ যাত্রী নিহতের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস বলছে, সংখ্যাটা ৫০। বিবৃতিতে ফিলিপিন্সের বিমানবাহিনী জানিয়েছে, লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের পাতিকুল এলাকায় চারপাশে গাছের মধ্যে পড়ে থাকা বিমানটির ধ্বংসাবশেষ আগুন ও ধোঁয়ায় ঢেকে আছে। ফিলিপিন্সে প্রায় ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা। দেশটির সশস্ত্র বাহিনী প্রধান সাংবাদিকদের বলেছেন, ‘রানওয়েতে নামতে গিয়ে ব্যর্থ হয় বিমানটি। ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করেও লাভ হয়নি। এরপরই মাটিতে আছড়ে পড়ে। ’
