বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর আবারও অ্যালবামে ফেরার কথা জানালেন জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ২০০৮ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছিলো জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সর্বশেষ একক অ্যালবাম ‘বনমালী।’ পরের বছর অর্থাৎ ২০০৯ সালে জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফের সঙ্গে প্রকাশিত হয়েছিলো তার সর্বশেষ দ্বৈত অ্যালবাম ‘চাঁদের দেশের কন্যা।’ এ প্রসঙ্গে ডলি জানালেন,এরই মধ্যে দুটি অ্যালবামের পরিকল্পনা করেছেন তিনি। একটি একক অন্যটি দ্বৈত। দ্বৈত অ্যালবামটিতে তার সম্ভাব্য সহশিল্পী আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। আর দুটি অ্যালবামেরই গীতিকার হিসেবে থাকছেন আহমেদ রিজভী। সুরকার-সংগীত পরিচালক হিসেবে এরই মধ্যে কাজ শুরু করেছেন নাজির মাহমুদ ও মুশফিক লিটু। ডলি আরো জানালেন আগামী বছরের শুরুতেই যে কোন একটি অ্যালবাম মুক্তি দেবার পরিকল্পনা আছে তার।