Home | সারা দেশ | ফলাফল: চতুর্থ দফা ইউপি নির্বাচন’১৬

ফলাফল: চতুর্থ দফা ইউপি নির্বাচন’১৬

 

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: শনিবার অনুষ্ঠিত চাঁপাইনববগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ টি ও ভোলাহাট উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের চূড়ান্ত বেসরকারী ফলফল গভীর রাতে ও রবিবার সকালে রির্টানিং কর্মকর্তারা ঘোষনা করেন। রবিবার দুপুর সোয়া দুইটায় জেলা নির্বচন কর্মকর্তা শহীদুল ইসলাম ফলাফল এই ১৮ ইউনিয়নের বেসরকারী ফলাফল নিশ্চিত করেছেন। ফলাফলে দেখা যায় শিবগঞ্জে বিএনপি ধানের শীষের ৫ জন, বিদ্রোহী আ’লীগ ৫ জন, আ’লীগের নৌকা প্রতিকে ২ জন ও স্বতন্ত্র জামায়াতের ২ জন প্রার্থী জয়লাভ করেছেন। ভোলাহাটে বিএনপি ধানের শীষের ২ জন,বিদ্রোহী বিএনপি ১ জন ও স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিবগঞ্জ ১৪ ইউ.পি:
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ জানান, শ্যামপুর ইউনিয়নে জয় পেয়েছে বিএনপি ধানের শীষ প্রতিকের প্রার্থী খাইরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৩৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আ’লীগের নৌকার আসাদুজ্জামান ভোদন। তিনি পেয়েছেন ৭ হাজার ৬৯৫ ভোট। শাহবাজপুর ইউনিয়নের জয় পেয়েছে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে তোজাম্মেল হক। তিনি পেয়েছেন ১৫ হাজার ৮৭০ ভোট। প্রতিদ্বন্দী প্রার্থী আ’লীগের নৌকা প্রতিকের নিজামুল হক রানা পেয়েছেন ১৪ হাজার ১৪ ভোট। মোবারকপুর ইউনিয়নে জয় পেয়েছেন বিএনপি ধানের শীষ প্রতিকের প্রার্থী তৌহিদুর রহমান মিঞা। তিনি পেয়েছেন ৯ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতিকের আ’লীগের কামাল উদ্দীন পেয়েছেন ৮ হাজার ৬৪২ ভোট। চককীর্তি ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা প্রতিকে মোফাখখারুল ইসলাম জয় পেয়েছেন। তিনি ভোট পেয়েছে ৯ হাজার ১৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের আনোয়ার হাসান পেয়েছেন ৭ হাজার ৫৩৪ ভোট। মনাকষা ইউনিয়নে জয় পেয়েছেন আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী মীর্জা শাহদাৎ হোসেন খুররম। তিনি পেয়েছেন ১৫ হাজার ১৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষের কামাল উদ্দীন পেয়েছেন ১৩ হাজার ৫৭১ ভোট। বিনোদপুর ইউনিয়নে জয় পেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের এনামুল হক। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৯৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের রুহুল আমীন নৌকা প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৯১৩। দাইপুকুরিয়া ইউনিয়নে জয় পেয়েছেন বিএনপি ধানের শীষ প্রতিকের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৫ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি বিদ্রোহী প্রার্থী তোহরুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫৬২ ভোট। ধাইনগর ইউনিয়নে জয় পেয়েছেন আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী তাবারিয়া চৌধুরী। তিনি পেয়েছেন ৭ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতিকের একে আসগর পেয়েছেন ৭ হাজার ২৩৭ ভোট। দূর্লভপুর ইউনিয়নে জয় পেয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতিকে আবদুর রাজিব রাজু। তিনি পেয়েছেন ৯ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র-জামায়াতের গোলাম আজম পেয়েছেন ৮ হাজার ৯৮৩ ভোট।নয়ালাভাঙ্গা ইউনিয়নের জয় পেয়েছে বিএনপি ধানের শীষ প্রতিকের প্রার্থী আশরাফুল হক। তিনি পেয়েছেন ১২ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের মোস্তাকুল ইসলাম পিন্টু পেয়েছে ১১ হাজার ৮৫২ ভোট। উজিরপুর ইউনিয়নের জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতিকের ফয়েজ উদ্দীন। তিনি পেয়েছেন ২ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের নৌকা প্রতিকের দুরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৮৯ ভোট। ঘোড়াপাখিয়া ইউনিয়নে জয় পেয়েছেন বিএনপি ধানের শীষ প্রতিকের প্রার্থী ইসমাইল হোসেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ১১২। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি বিদ্রোহী নাইমুল হক আনারস প্রতিকে পেয়েছেন ২ হাজার ৮৯৯ ভোট। ছত্রাজিতপুর ইউনিয়নে জয় পেয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল হোদা। ঘোড়া প্রতিকে তিনি পেয়েছেন ৪ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র- জামায়াত প্রার্থী তসিকুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪৩৬ ভোট। পাঁকা ইউনিয়নে জয় পেয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের মজিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপির ধানের শীষ প্রতিকের আবদুল মালেক । সূত্র মতে মজিবুর পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক পেয়েছেন ২ হাজার ৮৭০ ভোট। এই ইউনিয়নের ফলাফল ঘোষনায় জটিলতার কারণে সমগ্র উপজেলার পূর্নাঙ্গ ফলাফল প্রকাশ বিলম্বিত হয়।

ভোলাহাট ৪ ইউপি:
ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ জানান, ভোলাহাট সদর ইউনিয়নে জয় পেয়েছেন বিদ্রোহী বিএনপি স্বতন্ত্র প্রার্থী ইয়াজদানি জজ। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল খালেক ৪ হাজার ৩৯৫ ভোট। জামবাড়িয়া ইউনিয়নের জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুসফিকুর রহমান । তিনি ভোট পেয়েছে ৪ হাজার ২১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুজ্জামান মিয়া পেয়েছেন ২ হাজার ১৭১ ভোট। দলদলি ইউনিয়নে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মাযহারুল ইসলাম। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে আনিসুর রহমান পেয়েছেন ৫ হাজার ৪৩৩ ভোট। গোহালবাড়ি ইউনিয়নে জয় পেয়েছেন বিএনপির আবদুল কাদের। তিনি পেয়েছেন ৬ হাজার ৮১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইয়াসিন আলী পেয়েছেন ৬ হাজার ৮১ ভোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতায় র‌্যালী

  জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘সাবধানে গাড়ী চালান,নিরাপদ থাকুন” ...

মূলঘরে বে-সরকারি সেবাদানকারীদের সভা

সুমন কর্মকার, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :  বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ ...