ইকবাল মাহমুদ (হিরু), ফরিদপুর প্রতিনিধি : স্মরন কালের বৃহৎ সমাবেশ করলো ফরিদপুর জেলা যুবদল। শুক্রবার বিকেলে স্থানীয় অম্বিকা ময়দানের এ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেয়। বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে ফরিদপুর জেলা যুবদল। এ সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি ছাড়া বেশীর ভাগ নেতারাই উপস্থিত ছিলেন। সমাবেশে আগত লোকজন বলাবলি করছিল এই বলে যে, আজ থেকে জেলা বিএনপির সভাপতি শাহাজাদা মিয়াকে একঘরে করে রাখা হলো। তাকে এখন থেকে একাই চলতে হবে। জেলা বিএনপির বেশীর ভাগ নেতাই তাকে এড়িয়ে চলছেন। পশ্চিম খাবাসপুর এলাকা থেকে আসা যুবদলের এক কর্মী বলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ অনেক নেতাই আজকের মিটিংয়ে এসেছেন। কেবলমাত্র বিএনপির সভাপতি শাহাজাদা মিয়া নেই। তাকে বয়কট করে বিএনপির নেতারা কামাল ইউসুফের সমাবেশে ছুটে এসে প্রমান করেছেন তারা আর শাহাজাদা মিয়ার সাথে নেই। যুবদল কর্মী হাসনাত জানান, বিএনপি থেকে শাহাজাদা মিয়াকে না সরালে বিএনপি আওয়ামী লীগের বি-টিম হিসাবেই মানুষ চিনবে। সমাবেশে কামাল ইউসুফ বিরোধী অনেক বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে উপস্থিত থাকতে দেখে সমাবেশে উপস্থিত অনেক কর্মীরা এটিকে শুভ বুদ্ধির উদয় বলে মন্তব্য করেছেন। এদিকে, জেলা বিএনপির সভাপতি শাহাজাদা মিয়াকে যুবদলের সমাবেশে আমন্ত্রন জানানো হয়নি বলে জানা গেছে। এ ব্যাপারে যুবদলের বেশ কয়েকজন নেতা জানান, শাহাজাদা মিয়া বিএনপির সভাপতি হলেও তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করেন। তাই তাকে আমন্ত্রন জানানো হয়নি।