ইকবাল মাহমুদ (হিরু) ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ওকেল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ভূবেনশ্বর নদী পাড়ে খলিলের চাতাল ঘরের পাশে প্রায় ১১ শতাংশ সরকারি পতিত জমি দখল করে মার্কেট নির্মান করছেন একই গ্রামের ফারুক সেক (৪০)। এলাকাবাসীর অভিযোগ প্রায় ৪০ বছরের পুরাতন কাচা রাস্তার জায়গাটুকু পতিত থাকার সুযোগে উক্ত দখলদার মার্কেট নির্মান করছেন। এ ব্যাপারে গাজীরটেক ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মাইনদ্দিন জানান, “ উক্ত জায়গাটুকু ইউনিয়ন পরিষদের জায়গা, সেখানে নির্মানাধীন মার্কেট বন্ধ রাখতে বলা হয়েছে এবং দখলমুক্ত করার চেষ্টা চলছে”। জানা যায়, প্রায় ৪০ বছর কাল ধরে উক্ত জায়গার ওপর দিয়ে সরকারি রাস্তাটি ছিল। বর্তমানে রাস্তাটির পাশ দিয়ে নতুন আরেকটি রাস্তা গড়লে আগের রাস্তাটি পতিত অবস্থায় পড়ে থাকে। আর এ পতিত সরকারি খাস জমিটুকু বেদখলে চলে যায়। ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল হক জানান, “ বেহাতে চলে যাওয়া জায়গাটুকু সরকারি খাস জমি, পূর্বে সেখানে কাচা রাস্তা ছিল গতকাল একই এলাকার দখলদার রেকর্ডীয় স্বত্ত দাবী করে দখল করেছেন”।