Home | ব্রেকিং নিউজ | ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ; নিহত ২

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ; নিহত ২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।]

শনিবার (০১ জুন) ভোরে শরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে পূর্বগঙ্গাবদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাগুরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন আরও ২ জন।

নিহতদের মধ্যে ট্রাকচালক ইসলামের পরিচয় জানা গেছে। তিনি মাগুরা সদরের বাসিন্দা নওশেরের ছেলে। নিহত ওপর ব্যক্তি ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাটির নিচে অলৌকিক শব্দ!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়নের আংগারিয়া পাহাড়ি অঞ্চলে মাটির নিচ থেকে ...

ঘুষ লেনদেন : এবার গ্রেফতার দুদকের বাছির

স্টাফ রির্পোটার : ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানুর রহমানের পর দুর্নীতি দমন কমিশনের ...