ইকবাল মাহমুদ (হিরু) ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার সকাল ১১ টায় ‘নারীর অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাঁধা নয় বরং পরিপূরক’ সম্পর্কীত সংলাপ সন্মেলন সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল। একই কলেজের প্রভাষকসায়েমা আফরোজকে বিশেষ অতিথি করে সন্মেলনের সার্বিক পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মখর্তা শাহানা কাকলী। সংলাপে অংশ নেন, স্থানীয় সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, শিক্ষক পিয়ারা বেগম, শিরিন সুলতানা, শিক্ষার্থী ফারজানা আক্তার, মোঃ হাবিবুর রহমান ও নাজমূল হোসেন প্রমূখ। সন্মেলনে সমাজের ধর্মীয় কুসংস্কার ঝেড়ে ফেলে নারীর অধিার আদায়ের বিষয়ে বিশদ আলোচনা হয়।