Home | আন্তর্জাতিক | ফরিদপুরে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল

ফরিদপুরে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল

ইকবাল মাহমুদ (হিরু),ফরিদপুর প্রতিনিধি, ৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ফরিদপুরের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে হরতাল বিরোধী পথসভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। সকাল ৭টা থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবুর নেতৃত্বে হাজারো নেতাকর্মী অবস্থান নিয়ে জামায়াত শিবিরের হরতাল বিরোধী শ্লোগান দেয় ও জ্বালাও পোড়াও রাজনীতি বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এমএ জলিল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাহেব সারোয়ার, উপ-দপ্তর সম্পাদক খায়রুদ্দিন মিরাজ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মো: ইসহাক, জজকোর্টের পিপি এ্যাডভোকেট খসরুজ্জামান দুলু, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, এ্যাডভোকেট এমএ সালাম, এ্যাডভোকেট স্বপন পাল, এ্যাডভোকেট আব্দুল কাদের, জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন, সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্লা, ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো: নাসির প্রমুখ। পথ সভা শেষে একটি বিশাল মিছিল মুজিব সড়ক হয়ে কোর্টপার স্বাধীনতা মঞ্চে অপর একটি পথ সভার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

 

x

Check Also

ইতালিতে সেতু ধসে নিহত ৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইতালির বন্দর নগর গেনোয়াতে একটি  সড়ক সেতু ধসে কমপক্ষে ৩৫ জন নিহত ...

ইসরায়েল-আমিরাতের অস্ত্র চুক্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের সঙ্গে বিশাল আকারের সামরিক চুক্তি সই করেছে সংযুক্ত আরব ...