স্টাফ রিপোর্টার, ঢাকা, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাজধানীর মালিবাগে বিএনপির বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ৪টা ৩০ মিনিটের দিকে মিছিলটি পল্টন থেকে মালিবাগের দিকে গেলে পুলিশ গুলি চালায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে বিকেলে নয়াপল্টনে সমাবেশ শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল মগবাজারের দিকে যাচ্ছিল। এসময় রাজাবাজার থেকে কয়েকজন ওই মিছিলে যোগ দেয়ার চেষ্টা করে। কিন্তু মালিবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করে।
প্রতিক্রিয়ায় মূল মিছিলের পেছন থেকে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পরেই ফের সংগঠিত হয়ে শান্তিনগরে একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয় এবং ভাঙচুর শুরু করে মিছিলকারীরা।
পরে পুলিশ শান্তিনগর, মালিবাগ ও কাকারাইল এলাকায় কয়েক রাউন্ড গুলি ফাকা গুলি ছোড়ে। এর সিদ্ধেশ্বরীতে মিছিলকারীরা প্রাইভেটকার ভাঙচুর করে এবং একটি গাড়ে আগুন দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ১০ জনকে আটক করেছে।
হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে অনেকে আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।