সুমন কর্মকার : বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টায় খরিপ-১/২০১৭-২০১৮ মৌসুমে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কৃষি প্রশিক্ষণ কেন্দ্র্রের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন। অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক দিপক কুমার রায়। উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়ের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন প্রমূখ। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল পাল বিপ্লব দাশ, সাংবাদিক মান্না দে, এম জাকির হোসেন , সুমন কর্মকার সহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
