সুমন কর্মকার : বাগেরহাটের ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কের মটরসাইলের ধাক্কায় মনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হযেছে। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার টাউন নওয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা উপজেলার পাইকপাড়া গ্রামের শিরাজ শেখের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মটরসাইকেল বৃদ্ধা পথচারিনীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক মটরসাইকেলটি আটকে জোর চেষ্টা চলছে।
