ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট ফকিরহাটে বিএসটিআই এর ভূয়া কর্মকর্তাকে আটক ও গণধোলাইয়ের পর থানা পুলিশের নিকট সোর্পদ করেছে স্থানীয়রা। ঘটনাটি বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাখালী এলাকায় ঘটেছে।
সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাঠ গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র আমিনুর জাহিদ (৩৬) ওরফে জাহিদ হোসেন।
পুলিশ জানায়, জাহিদ হোসেন নামের এক প্রতারক বুধবার উপজেলার কাটাখালী এলাকার রফিকুল ইসলামের বেকারীতে গিয়ে নিজেকে বিএসটিআই কর্মকর্তার পরিচয় দিয়ে বেকারীর খাবার ও প্রয়োজনীয় কাগজপত্রাদী দেখার নামে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করলে বেকারী কতৃপক্ষ স্থানীয়দের সহযোগীতায় তাকে চ্যালেঞ্জ করে এবং ভূয়া কর্মকর্তা প্রমানিত হলে তাকে গনধোলাই দেয়।
পরে তারা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি মামলা হয়েছে।