বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন শনিবার (২৩ জানুয়ারী) দুপুর ২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানভীর রহমানের সভাপতিত্বে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলার উদ্বোধণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচারনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, আট্টাকা স্পোটিং ক্লাবের মো: ইবারাত আলী, লিপন বিশ্বাস প্রমূখ।
উদ্বোধনীতে ফকিরহাট সদর ইউনিয়ন বনাম বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।