বাগেরহাট প্রতিনিধি : খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাটে সিমেন্ট ভর্তি ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী শোহানুর রহমান শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় অজ্ঞাত এক পথচারি আহত হয়েছেন। নিহত শোহানুর রহমাান উপজেলার শুভদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ছাত্র। আহতের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকায় ঘটে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, মোংলা থেকে খুলনাগামী একটি সিমেন্ট ভর্তি ট্রাক উক্ত স্থানে এসে পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেল টিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শোহানুর রহমান কে মৃত ঘোষনা করেন। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
