ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | প্রেমিকার যমজ বোনকে ধর্ষণের দায়ে চার বছরের জেল

প্রেমিকার যমজ বোনকে ধর্ষণের দায়ে চার বছরের জেল

ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রেমিকার যমজ বোনকে ধর্ষণের দায়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক তরুণকে চার বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মেলবোর্নের ভিক্টোরিয়ান কাউন্টি আদালত এই রায় দেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম হেরাল্ড সান।

তবে ধর্ষণের কথা অস্বীকার করে ২৪ বছর বয়সী ওই তরুণ জানান, প্রেমিকা ভেবেই তাঁর যমজ বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি।

প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ধর্ষণের শিকার ওই নারী তাঁর যমজ বোনের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার দিন তিনি আলাদা একটি ঘরে ঘুমাচ্ছিলেন। সে সময় তাঁর যমজ বোনের প্রেমিক কথা বলতে তাঁর ঘরের মধ্যে ঢোকেন এবং পরে ধর্ষণ করেন। এ ছাড়া বোনের প্রেমিক বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছেন বলেও জানান তিনি।

তবে ওই নারীর দাবি নাকচ করে আদালতে তরুণ বলেন, প্রেমিকার যমজ বোনই তাঁকে যৌন হেনস্তা করেছেন। তবে আবার পরে বক্তব্য পরিবর্তন করে বলেন, যমজ হওয়ায় প্রেমিকা ও তাঁর বোনের চেহারার পার্থক্য করতে পারেননি তিনি। তাই ভুলবশত ওই শারীরিক সম্পর্ক হয়েছে।

রায়ে আদালত জানান, এটা বিস্ময়কর যে প্রায় এক ঘণ্টা ধরে প্রেমিকার বোনের সঙ্গে কথা বলার পর ওই তরুণ তাঁকে চিনতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...