
জানা গেছে, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি পরিদর্শন দল প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শন করলে এ তথ্য বেরিয়ে আসে। পরিদর্শনের দলটি জানতে পারে ২০১০ সালের ৩১ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির উৎপাদন তিন বছর ৮ মাস বন্ধ রয়েছে। ২০১০ সালের ৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটির সমস্ত মেশিনারিজ বিক্রি করা হয়েছে।
এছাড়া আরো জানা গেছে, ৩ আগষ্ট ২০১০ সালের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি প্রাঙ্গণ তৃতীয় পক্ষের কাছে ভাড়ার ভিত্তিতে লিজ দেয়া হয়েছে।