ইয়ানুর রহমান, শার্শা (যশোর) প্রতিনিধি : প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে শার্শার পল্লীর এক যুবতির মুখ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শার্শার নটাদিঘা গ্রামে। আহত যুবতীকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্থী করা হয়েছে।
এসিডে ঝলসে যাওয়া যুবতি মিনা খাতুন জানান, গত ৮মাস পূর্বে একই গ্রামে আব্দুল ওহাবের পুত্র স্বপনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন করায় উভয় পক্ষের শালিসী বৈঠকের মাধ্যমে আমাদের বিবাহ বিচ্ছেদ ঘটে গত ২মাস আগে। সে থেকে আমার বাবার বাড়িতে অবস্থান করে আসছি। বুধবার সকাল ৯টায় বাড়ির সামনে টিউব ওয়েলে গেলে হঠাৎ করে আমার মুখে স্বপন এসিড ছুড়ে মারে। এ সময় আমি ডাক চিৎকার করলে আমার বাবা-মাসহ প্রতিবেশিরা ছুটে আসে। এবং স্বপনকে ধাওয়া দিয়ে ধরতে পারেনি।
এ ব্যাপারে শার্শা থানায় পুলিশের কাছে জানতে চাইলে এস আই ফিরোজ জানান, আমরা এধরনের অভিযোগ এখনো পাইনি।