স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অর্থনেতিক প্রবৃদ্ধি অর্জনে অপচয় রোধ করে প্রাকৃতিক গ্যাসসহ সব প্রাথমিক জ্বালানির নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ (বুধবার) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, জ্বালানি উন্নয়নের পূর্বশর্ত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এ দূরদৃষ্টি থেকে তিনি ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি কোম্পানি শেল অয়েল-এর নিকট হতে ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় করে দেশীয় কোম্পানির নিকট হস্তান্তরের ব্যবস্থা করেন।
আবদুল হামিদ বলেন, তার এই যুগান্তকারী সিদ্ধান্ত দেশের জ্বালানি নিরাপত্তায় বিশাল অবদান রাখে। অধিকন্তু জাতীয় অর্থনীতির বিকাশে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব রেখে চলছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার এ অবিস্মরণীয় অবদানকে তিনি বিনম্রচিত্তে স্মরণ করেন।
তিনি বলেন, দেশের প্রধান জ্বালানি সম্পদ প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু ও পরিমিত ব্যবহারের মাধ্যমে শিল্পসমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। রূপকল্প-২০২১ বাস্তবায়নে দেশের বিদ্যুৎ, শিল্প, বাণিজ্যসহ সব খাতে নিরবচ্ছিন্ন প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ জন্য বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) স্থাপন, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনসহ অনেক জনগুরুত্ব প্রকল্পসমূহ গ্রহণ করেছে।
রাষ্ট্রপতি বলেন, এছাড়াও গ্যাসের চাহিদা ও যোগানের সমন্বয় সাধনের জন্য সরকার দেশের স্থলভাগে ও সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন, সঞ্চালন ও বিতরণে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।