মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬নং লামচরী ইউপির ৬নং ওয়ার্ডের লকিতুল্লার ছেলে আবদুল মতিন মেম্বার হওয়ার পর বিষ্ণু বল্লবপুর গ্রামের মানচিত্রে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। গ্রামে মদ-জুয়া, নারী ধর্ষণ, ইভটেজিং আর মাদকের কড়াল গ্রাসে ধবংশ হচ্ছে সাধারন মানুষ সহ স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়–য়া অসংখ্য শিার্থীরা। যেখানে সে তার নির্বাচিত এলাকায় তাস-জুয়া, মাদক, সন্ত্রাস লালন, নারী ধর্ষণ, ইভটিজং এর বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করবেন এবং এসব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, সেখানে তার ভিন্ন চিত্র, নিরীহ নারী লোভী আবদুল মতিন মেম্বারের পরিচালনায় পরিচালিত হচ্ছে এ সকল জঘন্য অপকর্ম। তার শাস্তি কোথায়? আবদুল মতিন মেম্বার হওয়ার পর গড়ে তুলেন তার সন্ত্রাসী বাহিনী ৬নং ওয়ার্ডের বিষ্ণু বল্লবপুর গ্রামের আবদুল হালিমের ছেলে পারভেজ(২৬), রহিম(৩২), রুবেল(২৫) সহ অজ্ঞাত নামা আরো অনেকেই। তার এ সন্ত্রাসী বাহিনী দিন-রাত মানুষের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার করে চলছে। নিরীহ মানুষের উপর চাঁদাবাজী, নারী ধর্ষণ, অসামাজিক কার্যকলাপ সহ অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আবদুল মতিন মেম্বার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারন মানুষের উপর জুলুম করে যে অর্থ রোজগার করেন তা তার গঠন করা সন্ত্রাস বাহিনী নিয়ে ভাগ-ভাটরা করে নেয়। উক্ত মেম্বারের এ জুলুম নির্যাতনের কবল থেকে রা পেতে এলাকাবাসী প্রশাসনের শীঘ্রই সু-দৃষ্টি কামনা করেন। [চলবে…]