স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনে লোক নিয়োগে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দক্ষ ও সৎ ব্যক্তিকে নিয়োগ দিতে সরকারি কর্মকমিশন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার আগারগাঁওয়ে কর্মকমিশনের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সময়ে একটি বিশেষ ভবন থেকে পাঠানো তালিকা অনুযায়ী জনপ্রশাসনে নিয়োগ দেয়ায় যোগ্য ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হতেন।
তিনি জনপ্রশাসন খাতে নেয়া সরকারের নানা উদ্যোগ তুলে ধরে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে কর্মকমিশনে প্রার্থী বাছাইয়ের অভিযোগ সবার মুখে ছিল। ফলে যোগ্য ও মেধাবী ব্যক্তিরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে সংশ্লিষ্ট কর্মপদ্ধতি ও নীতিমালা আধুনিক করা হয়েছে। কার্যক্রমের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে।
শেখ হাসিনা আগামী দিনেও সব ধরনের প্রভাবমুক্ত থেকে সৎ-যোগ্য ও মেধাবী ব্যক্তিদের নিয়োগের সুপারিশ করতে কর্মকমিশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জনপ্রশাসনে দক্ষ ও যোগ্য লোক নিয়োগের পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নত করা সম্ভব হবে।