ব্রেকিং নিউজ
Home | ফটো সংবাদ | প্রধান বিচারপতির ছুটির বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি

প্রধান বিচারপতির ছুটির বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার :  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৈঠকের কথা জানান।

প্রধান বিচারপতির ছুটির বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, ‘এ নিয়ে আমরা সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসবো। দলের সিনিয়র আইনজীবীরাও এতে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে দলের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।’

এ সময় মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে সোমবার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে আইওয়াশ বলেও দাবি করেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, হাবিবুল ইসলাম হাবীব, মুনির হোসেন, আসাদুল করিম শাহীন, আমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...