এহসানুল হক, কক্সবাজার প্রতিনিধি, ৪ মার্চ ২০১৩, বিডিটুডে ২৪ ডটকম : মুফাচ্ছিরে কোরআন মাওলানা দেলওয়ার হোসাইন সাইদীর মুক্তির দাবি এবং দেশজুড়ে গণহত্যার প্রতিবাদে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে অচল হয়ে গেছে পর্যটন নগরী কক্সবাজার। কোথাও নিরব নি¯তব্ধ আবার কোথাও মিছিলের গর্জনই ছিল কক্সবাজারের হরতাল চিত্র। রবিবার সকাল থেকেই কক্সবাজার সদরে চোখে পড়ার মত কোন যানবাহন চলেনি। বন্ধ ছিল সদর উপজেলা সহ পুরো জেলার প্রায় সকল দোকান ও ব্যবসা প্রতিষ্টান। এদিকে সকাল থেকেই মাঠে ছিল জামায়াত শিবির ও হাজার হাজার সাঈদী ভক্ত। সদর, ঈদগাঁও, উখিয়া সহ জেলার বিভিন্ন স্থানে বিােভ মিছিল ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।
সদর : সদর উপজেলায় হরতালের কারনে সকাল থেকেই নীরব নি¯তব্ধ ছিল পুরো নগরী। হরতালের সমর্থনে কোন মিছিল না হলেও শহরের বিভিন্ন স্থানে ব্যাপক গাড়ি ভাংচুর করেছে জামায়াত শিবির কর্মিরা। এর আগে শনিবার সন্ধ্যা সাতটার দিকেও গাড়িতে বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে শিবির কর্মীরা। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে হরতালের কারনে পর্যটক শুণ্য ছিল কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা।
উখিয়া : হরতাল চলাকালে জামায়াত শিবির ও সাঈদী ভক্তদের সঙ্গে উখিয়ায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি বর্ষন করে পুলিশ।
প্রত্যদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পিকেটাররা স্থানীয় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরীর কোটবাজারস্থ অফিস ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেওয়ার পরপরই সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ তাদের ল্য করে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দীন মিয়া বলেন, যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেন, সড়ক অবরোধ সৃষ্টি করে জামায়াত শিবিরকর্মীরা অবস্থান নেয়। এসময় তারা মিছিল ও রা¯তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বনিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সড়কে বিজিবির টহল থাকায় এপর্যšত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে শনিবার রাতে হরতালের সমর্থনে উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে মিছিলোত্তর সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে বিুব্ধ জনতা রাজাপালং থেকে আড়াই শতাধিক গাছ কেটে ব্যারিকেট সৃষ্টি করলে কক্সবাজার টেকনাফ আরকান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও ও খুটাখালীতে জামায়াতের প্রথম দিনের হরতাল স্বত:স্ফুর্তভাবে পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটকার খবর পাওয়া যায়নি। ইদগাঁও ও গোমাতলী বাজারে কিশোরদের ব্যতীক্রমধর্মী বিােভ মিছিলের পাশাপাশি জামায়াত ও শিবির মিছিল-সমাবেশ করেছে ঈদগাঁওয়ে। ঈদগাঁও কলেজ গেইট, বাসস্টেশন, চান্দেও ঘোনা, ঈদগাঁও-চৌফলদন্ডী সড়ক ও কচ্চপিয়া ঢালায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেট সৃষ্টি করা হয়। দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেয়নি হরতাল সমর্থকরা। তবে নিরাপত্তায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।
Home | আন্তর্জাতিক | প্রথম দিনের হরতালে অচল কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ আরাকান সড়ক বন্ধ, পুলিশের ফাঁকা গুলি : শহরে জামায়াত শিবিরের পিকেটিং