Home | বিনোদন | টালিগঞ্জের খবর | প্রথমবারের মতো এক ছবিতে দুই বাংলার দুই সুপারস্টার

প্রথমবারের মতো এক ছবিতে দুই বাংলার দুই সুপারস্টার

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো এক ছবিতে দেখা যেতে পারে দুই বাংলার দুই সুপারস্টারকে। একজন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান, অন্যজন কলকাতার সুপারস্টার জিৎ। তবে নায়ক হিসেবে নয়, জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অতিথি চরিত্রে হাজির হবেন দুই বাংলার দুই চকোলেট বয়।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই প্রযোজক থেকে নায়ক বনে যাচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধান আবদুল আজিজ। ছবির নাম ‘আঁধার থেকে আঁধারে’। যেটিতে নায়ক হিসেবে অভিনয় করবেন জাজকর্তা আবদুল আজিজ। সেই ছবিরই অতিথি চরিত্রে থাকতে নাকি সম্মতি জানিয়েছেন শাকিব খান ও জিৎ।

গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসব তথ্য নিজেই জানান আবদুল আজিজ। তিনি জানান, ‘আঁধার থেকে আঁধার’ ছবির গল্পে একজন নায়িকার জার্নি দেখা যাবে। এর জন্য কম বয়সী নায়িকা লাগবে। নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে।’ শাকিব-জিতের কথাও ফেসবুক লাইভে নিশ্চিত করেন জনাব আজিজ।

ছবিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহি থাকতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এ ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি আবদুল আজিজ। তিনি বলেন, ‘মাহি চাইছিল আমি নায়ক হই। তবে সে যদি নায়িকা হিসেবে অভিনয় করতে রাজি হয়, আমার কোনো আপত্তি নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আজ জিএম কাদেরের সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার : জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলনে ...

উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত সাত কলেজের শিক্ষার্থীদের

স্টাফ রির্পোটার : দ্রুততম সময়ে পাঁচ দাবি পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাস ...