স্পোর্টস ডেস্ক : অষ্টম উইকেটের পতন ঘটলো অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সকে সাজঘরে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিয়ের ফাঁদে পড়লেন এই অজি ব্যাটসম্যান। তার ব্যক্তিগত সংগ্রহ ৪ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ আট উইকেট হারিয়ে ৩৬৫ রান। অর্থাৎ, এখন পর্যন্ত ৬০ রানের লিডে রয়েছে অজিরা।
গত সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। আজ ম্যাচের তৃতীয় দিন। প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় টাইগাররা।
এখন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে। মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফিরিয়েছেন হিলটন কার্টরাইট, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সকে। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।