স্টাফ রিপোর্টার : বাংলাদেশের পোশাক শিল্প কারখানাগুলোর নিরাপত্তা মান বাড়াতে পরামর্শ দেয়ার লক্ষ্যে ব্রিটিশ বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল ঢাকা আসছেন।
এই বিশেষজ্ঞ দলে ব্রিটেনের ইনস্টিটিউট অব চার্টার্ড সার্ভেয়র্সের দুজন এবং ব্রিটেনের ‘বেটার রেগুলেশন ডেলিভারি অফিসের’ একজন প্রতিনিধি রয়েছেন।
বাংলাদেশের ইমারত বিধি কর্তৃপক্ষকে কারখানা পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন এই প্রতিনিধি দলটি।
প্রায় ছয় মাস আগে বাংলাদেশের সাভারে রানা প্লাজা ধসে ১১০০’এর বেশি শ্রমিক নিহত হওয়ার পর ব্রিটেনের তরফ থেকে কারখানাগুলোর নিরাপত্তা বাড়াতে যে সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়, তারই অংশ হিসেবে তারা ঢাকায় আসছেন।
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী জাস্টিন গ্রীনিং বলেছেন, সস্তায় কাপড় তৈরির জন্য উন্নয়নশীল দেশগুলোতে কি নিদারুণ পরিবেশে শ্রমিকদের কাজ করতে হয়, বাংলাদেশে গত মে মাসে ভবন ধসের ওই মর্মান্তিক ঘটনা সবাইকে সেটাই মনে করিয়ে দিয়েছে।