পূর্বধলায় নয়া দিগন্তের সংবাদদাতাকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা ইসমাইল হোসেন খোকনকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গত শনিবার বিকালে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি আলী আহাম্মদ খান আইযুবের সভাপতিত্বে ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে ইসমাইল হোসেন খোকনকে ক্লাবের সদস্য পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তার বিরুদ্ধে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল, সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল ও পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পূর্বধলায় শারীরিক শিক্ষাবিদ সমিতির কমিটি গঠন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শরীরচর্চা শিক্ষকদের নিয়ে বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার উপজেলা সদরের পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় হারিছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মো. কামরুজ্জামান নাঈমকে সভাপতি ও হীরা মিয়াকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ তিন বছর মেয়াদী একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা, নেত্রকোনা।