মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শুক্রবার বিকালে আলী হোসেন (১৮) নামে এক মাদকাসক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত যুবক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দৌলতপুর গ্রামের খায়রুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই যুবক উপজেলার শ্যামগঞ্জ বাজারে অতিরিক্ত গাঁজা সেবন করে মাতলামী করছিল। এ সময় স্থানীয লোকজন তাকে গাঁজাসহ আটক করে উপজেলা প্রশাসনে খবর দেয়। পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাঈন উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মাদকাসক্ত আলী হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।