স্টাফ রিপোর্টার : বিশেষ আইনে কাদের মোল্লার বিচার হওয়ায় রায়ের পর আসামি পক্ষের পুনর্বিচার আবেদনের সুযোগ নেই। তবে ভুল স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আপিলের রায়ে ফাঁসির আদেশ ঘোষণার পর তিনি সচিবালয়ে তার কার্যালয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেন, যেহেতু এ বিচার হয়েছে একটি বিশেষ আইনে। তাই আপিলের বিধান অনুযায়ী এ আইনে রিভিউ করার সুযোগ নেই। তিনি বলেন, অন্যান্য দেশেও এ অপরাধের মামলায় আপিলের সুযোগ নেই।