Home | খেলাধূলা | পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার মুশফিকুর রহিম

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক :পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত।

মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন মুশফিকের বাবা মাহবুব হাবিব। রবিবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন খুশির খবর জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন।’

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জান্নাতুল কেফায়েতকে বিয়ে করেন মুশফিকুর রহিম। বিয়ের তিন বছরেরও বেশি সময় পরে প্রথম সন্তানের বাবা হলেন তিনি।

মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েতের আরও একটি পরিচয় হলো, তিনি জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা। সেই হিসেবে, মুশফিক ও রিয়াদের সম্পর্ক ভাইরা-ভাই।

২০০৫ সালে সর্বপ্রথম টেস্টে অভিষেকের মাধ্যমে জাতীয় দলে প্রবেশ করেন মুশফিকুর রহিম।তার পরের বছরই অভিষেক হয় ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। এখন তিনি জাতীয় দলের একজন নির্ভর যোগ্য ব্যাটসম্যান। তিন ফরম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি এবং ৪৮ হাফ সেঞ্চুরিসহ তার মোট রান সংখ্যা ৯০৬৯। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরেও তার পারফরম্যান্স খুব ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রতিপক্ষের উদেশ্যে হুঙ্কার গেইলের

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। আর ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে ...

আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : চিকিৎসা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজ বৃহস্পতিবার ...