Home | বিনোদন | টালিগঞ্জের খবর | পুজোকে সামনে রেখে ছেলে ও মেয়ে বন্ধুদের রসাত্মক পরামর্শ দিলেন অভিনেতা রুদ্রনীল

পুজোকে সামনে রেখে ছেলে ও মেয়ে বন্ধুদের রসাত্মক পরামর্শ দিলেন অভিনেতা রুদ্রনীল

বিনোদন ডেস্ক :  কদিন বাদেই শুরু হচ্ছে সনাতন ধর্মাম্বলম্বীদের সবচেয়ে বড় পুজোর অনুষ্ঠান। আর এই পুজোকে সামনে রেখে হাসি ঠাট্টার ছলে ছেলে ও মেয়ে বন্ধুদের রসাত্মক পরামর্শ দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ।

ছেলে বন্ধুদের উদ্দেশ্য করে তিনি বলেন,  ‘গুরু, পুজোর সময় ফাটিয়ে ঝাড়ি মারো, প্রেমটা কোরো না। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত টাইম পাসের জন্য পার্টনার সিলেক্ট করে নাও। বিশ্বাস কর, পুজোর আলোয় আর মাইকে সমস্ত মেয়ের রূপ মনে হয় মাধুরী দীক্ষিত। আর তাদের গলা মনে হয় কোকিলের মতো। যেই পুজোর আলো নিভে যায়, প্যান্ডেলের বাঁশ, কাপড় খুলে নেয়া হয়, প্রতিমা বিসর্জন হয়ে যায়, সঙ্গে সঙ্গে মনে হবে, ওমা! এ তো টুনি! তাই পুজোর সময় ঘোরো, কিন্তু দিল মাত্ দে কে ব্যায়ঠো।’

অন্যদিকে মেয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলেন,  ‘হয়তো ভাবছো শাহরুখ খান! কিন্তু আসলে রুটি খান, তরকারি খান, পায়েস খান…। হা হা হা…। পুজোয় মজা কর, দোস্তি কর। হো‌য়াটসঅ্যাপ, ফেসবুক তো রয়েছেই, ঝাড়ি মারার নতুন নতুন উপকরণ। কিন্তু সেফ থাকো। কখনও নিজের মজা করতে গিয়ে অন্যের ক্ষতি করে ফেলো না।’

রুদ্রনীল আরও বলেন, ‘পুজোর সঙ্গে জড়িয়ে সিনেমাও। অন্তত আমি মনে করি, আমাদের দেশে সিনেমা হলটা গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডদের সঙ্গে বৈধ ভাবে দুষ্টুমি করার জায়গা। পুজোতে সে সুযোগ ছাড়বে কেন? আমার তো ফাটিয়ে আড্ডা রয়েছে বন্ধুদের সঙ্গে। মূলত বাড়িতে। কারণ বাড়িতে যে ভাবে বেলেল্লাপনা করতে পারব, সেটা বাইরে সম্ভব নয়। তারপর রাত বাড়লে ঠাকুর দেখতে বেরবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণটিকা: দুই ডোজ সম্পন্ন হলে সবাই সনদ পাবেন

স্বাস্থ্য ডেস্ক: টিকা গ্রহণ করা সবাই দুই ডোজ সম্পন্ন হলে সনদ নিতে ...

আরব আমিরাতে আশ্রয় নিলেন আশরাফ গানি

ইন্টারন্যাশনাল ডেস্ক: তালেবানের পুনরুত্থানে দেশত্যাগী আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির অবস্থান নিয়ে ধোঁয়াশা ...