পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহত জনকেই আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বিকাল চারটায় পীরগঞ্জ- খালাশপীর সড়কে নিয়ামতপুর নামকস্থানে একটি মাহেন্দ্র মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে আহত মোটরসাইকেল চালক সেকেন্দার আলী ফরাজী (৬০) কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে রাত আটটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের তছির উদ্দিন কোল্ডস্টোরের কাছে একটি হানিফ পরিবহনের বাস একটি যাত্রীবাহী অটো ভ্যান কে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাকিব (১৮) নামের এক যুবক নিহত হয়।
সে রেইনবো ক্লিনিকের মালিক আামিরুলের পুত্র। এ সময় নিহত শাকিবের ছোট ভাই، মা এবং অটো চালককে আশঙ্কাজনকয অবস্তায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।