ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : রংপুরের পীরগঞ্জে স্ত্রীর প্রেমিককে এলাকাবাসী আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় পীরগঞ্জ থানায় জিডি করেছে এক স্বামী। উপজেলার চন্ডীপুর গ্রামে ঘটনাটি ঘটে।জিডিতে উলে¬খ করা হয়, চন্ডীপুর (সাহাপাড়া) গ্রামের মাহবুবার রহমান মানিক দীর্ঘদিন ধরে একই গ্রামের অটো রিক্সা চালক মোত্তালেবের স্ত্রী নিলুফা ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দৈহিক যোগাযোগ করে আসছে। ঘটনাটি এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গতকাল মানিক দিবাগত রাত ১১টার দিকে মোত্তালেবের অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী নিলুফার ঘরে ঢুকে দৈহিক মেলামেশা শুর করে। এলাকাবাসী আপত্তিকর অবস্থায় আটকের চেষ্টা করলে মানিক পালিয়ে যায়। সেই মুহুর্তেই প্রেমিকা নিলুফাও মানিকের সাথে ঘর সংসার করার জন্য মানিকের বাড়ীতে গিয়ে উপস্থিত হয়। এ ঘটনায় স্বামী মোত্তালেব সরকার বাদী হয়ে পীরগঞ্জ থানায় জিডি করেছেন। জিডি নং-৫৬০