ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পীরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এডভোকেট বাবু সন্তোষ কুমার সাহা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বনমালী পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের রংপুর জেলা সভাপতি এডভোকেট দিপক কুমার সাহা, এডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক, পবিত্র কুমার সাহা প্রমুখ। শেষে এডভোকেট বাবু সন্তোষ কুমার সাহাকে সভাপতি ও পবিত্র কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়।
৯৭