দুই বস্তা গাঁজা ও নগদ টাকাসহ আইরিন বেগম নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঠাকুরগাঁও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্বামী সোহেল রানা পালিয়ে যায়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানার বাড়িতে আভিযান চালানো হয়।
এ সময় সোহেল রানার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়, জব্দ করা গাঁজা বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৩৭০ টাকা। জব্দকৃত দুই বস্তা গাঁজার মূল্য পৌনে ১৩ লাখ টাকা।
আটক আইরিন ও তার স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল