অর্থনীতি ডেস্ক : আয়করের প্রবৃদ্ধি, দেশ ও জাতির সমৃদ্ধি’ স্লোগানকে সামনে নিয়ে আজ রবিবার সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস ২০১৩। দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি।
এ উপলক্ষে রবিবার সকাল ৮টায় এনবিআরের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। বেলা সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলে একটি আলোচনা সভার আয়োজন করেছে এনবিআর। এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন।
১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর বিভাগীয় শহরে টানা সাতদিন, আর জেলা শহরে ১৬ ও ১৭ সেপ্টেম্বর দু’দিনের এ মেলা অনুষ্ঠিত হবে।
এনবিআর সূত্র জানায় জানায়, ঢাকা বিভাগের আয়কর মেলা অনুষ্ঠিত হবে বেইলী রোডের অফিসার্স ক্লাবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মেলার উদ্বোধন করবেন। মেলায় থিম নির্ধারণ করা হয়েছে- ‘ইন্টারনেটে টিন রেজিস্ট্রেশন একেবারেই সোজা’।
উল্লেখ্য, চলতি অর্থবছরে (২০১৩-১৪) এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে বেশ জোড়ালোভাবেই কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।