মুসলিমুর রহমান, পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুর নিউজ ২৪ ডট কম নামে একটি ফেসবুক পেইজ ব্যবহার করে অসত্য সংবাদ ছড়িয়ে দেওয়ার বিস্তর অভিযোগ উঠেছে। পার্বতীপুর নিউজ ২৪ ডট কম নামে এই ফেসবুক আইডিতে পার্বতীপুরের অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে ব্যক্তির সামাজিক মর্যাদা বিনষ্ঠ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এক শ্রেণীর অসাধু ফেসবুক আইডি ব্যবহারকারী। পার্বতীপুরের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী শিরোনামেএমন একটি খবর পার্বতীপুর নিউজ ২৪ ডট কম নামের ফেসবুক আইডিতে প্রকাশিত হলে এর স্বীকারে পড়ে পার্বতীপুরের শাহ্জাহান প্রামানিক নামে এক বস্ত্র ব্যবসায়ী। প্রতারক চক্র এই বস্ত্র ব্যবসায়ীকে ফেসবুকের ফাদে ফেলে অসত্য তথ্য দিয়ে পার্বতীপুর নিউজ ২৪ ডট কম ফেসবুক আইডিতে কুৎসা রটানো হয়। এতে ঐ ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে হেও প্রতিপন্ন হয়। এ ঘটনায় শাহ্জাহান প্রামানিক গতকাল রবিবার রাতে পার্বতীপুর মডেল থানায় অজ্ঞাত পোষ্ট কারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার এস আই রেজানুর রহমান জানান,পার্বতীপুর নিউজ ২৪ডট কম ফেসবুক আইডিতে অসত্য সংবাদের প্রমান মিললে প্রয়জনীয় ব্যবস্থা নেয়া হবে।