মুসলিমুর রহমান, পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৪সেপ্টম্বর) কৃষি অফিস চত্ত্বরে ২ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ মেলার উদ্ভোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন করিরের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্ভোধনি অনুষ্ঠানের সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর চেয়ারম্যান এজেএম মেনহাজুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুকসানা বারী রুকু, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন শাহি প্রমুখ। মেলার ষ্টল গুলোতে আপেল, লেবু, কমলা, আঙ্গুর, পেয়ারাসহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বেশ কিছু ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। গ্রামবিকাশ কেন্দ্র, কারিতাস বাংলাদেশ, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, এনআর ভিলেজ নার্সারি, বাদশা নার্সারি ও তামান্না নার্সারিসহ ২০টি ষ্টল মেলায় অংশ নিয়েছে।